• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেইসবুক চালাতে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশ:  ০১ এপ্রিল ২০১৯, ১০:৩৬
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাএী প্রিয়ন্তি রায়কে ফেইসবুক চালাতে না দেয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে।

জানা যায়, বাহের খলিশাডুলি এলাকার রায় বাড়ির ঔষধ ব্যবসায়ী হিমাংশু রায়ের মেয়ে প্রিয়ন্তি রায় (১৫) মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। গত শনিবার রাতে প্রিয়ন্তি রায় মোবাইলে ফেইসবুক চালালে তার শিক্ষিকা মা বিষয়টি টের পেয়ে তাকে বকাঝকা করে। এক পর্যায়ে তার ঔষধ ব্যবসায়ী বাবা হিমাংশু রায় তার কাছ থেকে মোবাইলটি নিয়ে যায়। এই নিয়ে প্রিয়ন্তি তার বাবা মায়ের সাথে অভিমান করে। পরদির রোববার সে প্রতিদিনের মত বিদ্যালয়ে চলে যায়। বিকেলে বাসায় ফিরে বিদ্যালয়ের পোশাক পরিবর্তনের নাম করে বাথরুমে ঢুকে ভেতর থেকে দরাজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ বাথরুম থেকে না বেরুনোয় তার পরিবারের লোকজন ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে বাথরুমের দরজা ভেঙ্গে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে।

পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

/পিবিডি/পি.এস

চাঁদপুর,স্কুলছাত্রী,ফেইসবুক,আত্মহত্যা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close