• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা

প্রকাশ:  ২১ এপ্রিল ২০১৯, ১৫:১৩
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে এমবিবিএস পাশ না করে কাগজপত্রে চিকিৎসক লেখার অপরাধে একজন প্রাইভেট ক্লিনিকের মালিককে ৫ হাজার টাকা ও অপর একটি ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা এ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ সহকারী পরিচালক সুচন্দন মন্ডল উপস্থিত ছিলেন।

ইউএনও সুবর্ণা রানী সাহা জানান, দীর্ঘদিন যাবত কালীগঞ্জ শহরের নীমতলা বাসষ্ট্যান্ডে ইসলামী (প্রা:) হাসপাতালের মালিক সুমন হোসনে এমবিবিএস পাশ না করে নিজের নামের আগে চিকিৎসক ব্যবহার করতেন। এ কারণে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শহরের বাসষ্ট্যান্ড এলাকায় সুমন ক্লিনিকে অভিযান চালিয়ে সেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও জানান, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন হোটেল, দোকানে পরিস্কার পরিচ্ছন্নতা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ঝিনাইদহ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close