• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নাগরপুর-দেলদুয়ার বিনির্মাণে জনপ্রতিনিধিদের মিলন মেলা

প্রকাশ:  ২১ এপ্রিল ২০১৯, ১৫:৩০
টাঙ্গাইল প্রতিনিধি

স্থানীয় পর্যায়ে সুষম উন্নয়ন নিশ্চিত ও আগামীর নাগরপুর-দেলদুয়ার বিনির্মাণে সু-পরিকল্পিত কর্মপরিধি নির্ধারনের মত বিনিময় সভা পরিণত হল জনপ্রতিনিধিদের মিলন মেলায়।

রোববার (২১ এপ্রিল) টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জানা যায়, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এর উদ্যোগে নির্বাচনী এলাকার দুই উপজেলার প্রশাসন, সকল সরকারি দফতরের প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিদের এক ছাদের নিচে আনা হয়। আর এসময় সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মিলন মেলায় পরিণত হয় সভাটি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এই প্রথম কোন সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এক ছাদের নিচে বৈঠক করলো বর্তমান উন্নয়ন ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে।

এসময় দুই উপজেলার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা স্থানীয় পর্যায় থেকে সুষম উন্নয়নের মাধ্যমে আগামী নাগরপুর-দেলদুয়ার বিনির্মাণে তাদের অভিমত ও মতামত প্রদান করেন। এ ছাড়া মতবিনিময় সভায় ঢাকা থেকে আগত একদল নগর পরিকল্পনাবিদ উপস্থিত সকলের মাঝে নাগরপুর-দেলদুয়ার নিয়ে তাদের নিজস্ব ভাবনা ও পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় বর্তমান চলমান উন্নয়ন প্রকল্পের সর্বশেষ অবস্থা নিয়েও আলোচনা হয়। এছাড়া যথা সময়ে প্রকল্পের কাজ শেষ করারও নির্দেশনা দেন স্থানীয় সাংসদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফ নজরুল ইসলাম, নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিরা আক্তার, নাগরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসমিন মনিরা।

এসময় নাগরপুর-দেলদুয়ার উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close