• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে আরো দুইজনের মৃৃত্যু

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০২২, ১২:৫৯
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে আরো দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

মৃতরা হলেন, জেলার ফুলবাড়িয়া উপজেলার আব্দুল বারেক (৫০) ও জামালপুরের মেলান্দহ উপজেলার হনুফা বেগম (৮০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪২ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৩ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৭২টি নমুনা পরীক্ষা করে একজন করোনা শনাক্ত হয়েছেন।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল,মৃৃত্যু,করোনাভাইরাস,উপসর্গ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close