• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্পাদকের উপর হামলায় সাংবাদিকদের নিন্দা

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০২২, ১৭:৫১
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের ওপর সন্ত্রাসী হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

রোববার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্রকরে বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিদ্রোহী প্রার্থী জুনেল আহমদের সমর্থকরা স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের গাড়িবহরে হামলার সময় ইমাম হোসেন সোহেলের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

পরে সেখান থেকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যাওয়া হয়। কমলগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ইমাম হোসেন সোহেল মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের এপিএস এর দায়িত্বে আছেন। তিনি এমপির সফরসঙ্গী হিসেবে কমলগঞ্জে গেলে হামলার স্বীকার হন।

এ ঘটনায় শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন।


পূর্বপশ্চিমবিডি/জিএস

শ্রীমঙ্গল,সাংবাদিক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close