• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বান্দরবানের গহীন অরণ্যে আগ্নেয়াস্ত্রসহ চার রোহিঙ্গা আটক

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২২, ১১:০৯
বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার গহীন অরণ্যে আগ্নেয়াস্ত্রসহ চার রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ ডিসেম্বর) ভোররাতে উপজেলার ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে ওই রোহিঙ্গাদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। এসময় আটটি অস্ত্র উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলেন, সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার রোহিঙ্গা আটকসহ মাটিতে পুতে রাখা দুটি বিদেশি পিস্তল, ছয়টি দেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

পূর্বপশ্চিম-এনই

বান্দরবান,রোহিঙ্গা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close