• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কারাগারে থাকা চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে আগুন

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০২২, ১১:২১ | আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১২:০২
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলার ঘোষনগর ইউনিয়নের স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফারজানার পরিবারের দাবি, নির্বাচনী বিরোধের জেরে আগুন দেয়া হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) রাতে ইউনিয়নের কমলাবাড়ি এলাকায় ফারজানা পারভীনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে হঠাৎ আমরা আগুনের শিখা দেখতে পাই। বাড়ির সামনে একটা বড় গ্যারেজে থাকা ৫-৬টা মোটরসাইকেলসহ বাড়ির অন্যান্য আসবাবপত্র সবকিছু পুড়ে গেছে। নির্বাচনকে কেন্দ্র করে মামলার কারণে বর্তমানে এই গ্রামে কোনো পুরুষ নেই। মহিলারা মিলে অনেক চেষ্টা করে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে।

এর আগে বুধবার (৫ জানুয়ারি) পত্নীতলার ১১ ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে সহিংসতার জেরে ঘোষনগরসহ ৪ ইউপির ফল স্থগিত করে নির্বাচন কমিশন।

উপজেলার ঘোষনগর পুলিশের ওপর হামলা ও পুলিশ ভ্যানে অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় প্রধান অভিযুক্ত ঘোষনগর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীন ও তার স্বামী মতিউর রহমানসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পত্নীতলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রায়হান ইসলাম জানান, বাড়িটিতে পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে তদন্তের পরই আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যাবে।

পূর্বপশ্চিমবিডি/এফএইচ

কারাগারে,চেয়ারম্যান প্রার্থীর,বাড়িতে,আগুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close