• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

নিরাপদে বরিশালে পৌঁছেছে ‘সুরভী-৯’ লঞ্চ

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২২, ১১:২৫
বরিশাল প্রতিনিধি

ঢাকা থেকে ছেড়ে আসা এমভি সুরভী-৯ লঞ্চটি নিরাপদে বরিশালে পৌঁছেছে। রোববার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে যাত্রীদের নিয়ে বরিশাল লঞ্চঘাটে পৌঁছায়।

এর আগে ভোর ৫টা ৩৫ মিনিটে মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর মোহনপুর এলাকা থেকে কারিগরি পরীক্ষা শেষে লঞ্চটি বরিশালের উদ্দেশে ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম বলেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে লঞ্চটি শনিবার (৮ জানুয়ারি) রাতে ছেড়ে আসার পর রাত আনুমানিক ১২টার দিকে ইঞ্জিনের সাইলেন্সারে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। তাৎক্ষণিক লঞ্চের কর্মীরা ইঞ্জিন বন্ধ করে দেন এবং স্ফুলিঙ্গ নিভারণ হয়। পরে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিস এবং কোস্টগার্টের দু’টি টিম লঞ্চটির ইঞ্জিনসহ সার্বিক অবস্থা পরিদর্শন করেন।

তিনি বলেন, আতঙ্কগ্রস্ত হয়ে লঞ্চটির কোনো একজন যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চান। এরপর পরই পুলিশ মোহনপুর এলাকায় এলে লঞ্চটি ঘাটে আটকে রাখা হয়। সারারাত লঞ্চটি মোহনপুরেই নোঙর করে রাখা ছিলো। শঙ্কামুক্ত হয়ে ভোর ৫টা ৩৫ মিনিটে মোহনপুর থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যায় ৫ শতাধিক যাত্রী থাকা এমভি সুরভী-৯ লঞ্চটি।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

বরিশাল,নিরাপদ,এমভি সুরভী-৯,লঞ্চ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close