• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শপথ হয়নি সেই দুই ইউপি সদস্যের

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২২, ১৮:৫১
মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরের নবনির্বাচিত দুই ইউপি সদস্য মেহেদী হাসান ও আলমগীর সিদ্দিকীর শপথ হয়নি।

রোববার (৯ জানুয়ারি) বিকেলে মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হওয়া শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁদের দুজনকে দেখা যায়নি। শপথ অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শপথ গ্রহণে অংশ নিতে বিজয়ী চেয়ারম্যান মেম্বরদের চিঠি দেওয়া হলেও এ দুজনকে চিঠি দেওয়া হয়নি বলে জানা গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনিরামপুরের নির্বাচিত ১৬ জন ইউপি চেয়ারম্যান রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ নেন। পরে তাঁদের উপস্থিতিতে মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৯০ জন সংরক্ষীত নারী ও সাধারণ সদস্যর শপথ পড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।

সূত্রটি জানায়, ২৮ নভেম্বরে মনিরামপুরে অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনিরামপুরের রোহিতা চার নম্বর ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মেহেদী হাসান ও ঢাকুরিয়া ছয় নম্বর ওয়ার্ডের তালা প্রতীকের প্রার্থী আলমগীর সিদ্দীকি বিজয়ী হন। নির্বাচনে ঘোষিত ফলাফলে কারচুপির অভিযোগ এনে রোহিতার ৪ নম্বর ওয়ার্ডের টর্চ লাইটের প্রার্থী দেলোয়ার হোসেন উচ্চ আদালতে এবং ঢাকুরিয়ার ৬ নম্বর ওয়ার্ডের মোরগ মার্কার প্রার্থী সোহরাব হোসেন সহকারী জেলা জজ আদালতে মামলা করেন। নির্বাচনের ফলাফল সংক্রান্ত মামলা জটিলতা থাকায় বিজয়ী এ দুজন মেম্বরকে শপথ নিতে ডাকা হয়নি।

মনিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ দু মেম্বরের শপথ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালতে মামলা চলমান থাকায় রোহিতা চার নম্বর ও ঢাকুরিয়া ছয় নম্বর ওয়ার্ডের বিজয়ী দু মেম্বর প্রার্থীর শপথ হয়নি।

এদিকে রোববার বিকেলের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।


পূর্বপশ্চিমবিডি/জিএস

ইউপি সদস্য,মনিরামপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close