• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেনীর ৭ ইউপিতে শপথ, অংশ নিতে পারেনি হত্যা মামলার আসামি ভুট্টু

প্রকাশ:  ১১ জানুয়ারি ২০২২, ১৭:৫৭ | আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৯:০৫
ফেনী প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। তবে হত্যা মামলার আসামি হয়ে গ্রেপ্তার থাকায় পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু শপথ নিতে পারেননি।

এসময় শপথ বাক্য পাঠ করান ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মঞ্জুরুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্তসহ প্রমুখ।

চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন ছাগলনাইয়ার ঘোপাল ইউপিতে মোহাম্মদ সেলিম, পাঠাননগর ইউপিতে রফিকুল হায়দার চৌধুরী, রাধানগর ইউপিতে মোশারফ হোসেন, শুভপুর ইউপিতে আজিজুর রহমান, মহামায়া ইউপিতে শাহজাহান মিনু, পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউপিতে আবদুল গফুর, চিথলিয়া ইউপিতে জসিম উদ্দিন।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর ছাগলনাইয়ার রাঁধানগর, শুভপুর, মহামায়া ও ঘোপাল ইউনিয়ন এবং পরশুরামের মির্জানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ ইউপিতে নির্বাচন হয়। নিবার্চনে সরকার দলীয়রা নির্বাচিত হন। তবে মির্জানগর ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু'র বিরুদ্ধে এক দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার থাকায় তিনি শপথে অংশ নিতে পারেননি।


পূর্বপশ্চিমবিডি/এএন

ফেনী,হত্যা মামলার আসামি,ইউপিতে শপথ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close