• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কাঠের জিপ বানিয়ে চমকে দিলো কিশোরগঞ্জের দুই ভাই

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২২, ১৫:০৬
নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সৌরবিদ্যুৎ চালিত কাঠের জিপ তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন এনামুল হক বুলবুল ও ইমরানুল হক নামে দুই ভাই।

জানা গেছে, পরিবেশবান্ধব কাঠের জিপটি তৈরি করতে তাদের ব্যয় হয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকা। গাড়িটি তৈরি করতে যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রশিক্ষণ ও সহযোগিতা নিয়েছেন দুই ভাই। ইতোমধ্যে চারজনের ধারণক্ষমতাসম্পন্ন জিপটি চালানোর উপযোগী হয়ে উঠেছে।

সৌরবিদ্যুত চালিত কাঠের জিপটি একবার চার্জ দিলে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। যা প্রতি ঘণ্টায় গতি ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ছুটতে পারবে। এটি তৈরিতে ৪৮ ভোল্টের একটি ব্যাটারি, ১২০০ ওয়াটের একটি মোটর ব্যবহার করা হয়েছে। যানটি তৈরি করতে দুই ভাইয়ের সময় লেগেছে দুই থেকে তিন মাস।

এ বিষয়ে তরুণ উদ্ভাবক এনামুল হক বুলবুল গণমাধ্যমকে বলেন, ছোটবেলা থেকেই নতুন কিছু করার আগ্রহ ছিল। নতুন কিছু করার আগ্রহ নিয়ে সৌরবিদ্যুত চালিত পরিবেশবান্ধব চার চাকার জিপটি তৈরি করেছি। এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশের কোনো ক্ষতি হবে না।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, দুই ভাই কাঠের জিপ তৈরি করে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন। তিনি তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়ার পাশাপাশি কাজের স্বীকৃতিস্বরূপ দুভাইকে ক্রেস্ট দিয়েছেন।

এর আগে বুলবুল সোলার প্যানেল দিয়ে মোটরবাইক, মিনিবাস তৈরি করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সেরা তরুণ উদ্ভাবকের পুরস্কার লাভ করেন। এবার তৈরি করলেন সৌরবিদ্যুৎচালিত কাঠের জিপ।

পূর্বপশ্চিম/এসকে

কাঠের জিপ,কিশোরগঞ্জ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close