• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

টিকা নিতে যাওয়া ছাত্রীকে উত্ত্যক্ত শিক্ষকের

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২২, ২৩:১৭
অনলাইন ডেস্ক

নরসিংদীর মনোহরদীতে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় স্কুল শিক্ষক মাজহারুল ইসলামকে (৪০) ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম কাসেম এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক উপজেলার বড়চাপা ইউনিয়নের চরতারাকান্দী গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি জেআরএস উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। টিকা কেন্দ্রে শৃঙ্খলার দায়িত্বে ছিলেন শিক্ষক মাজহারুল ইসলাম। এ সময় তিনি নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। পরে ওই ছাত্রী মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ শিক্ষক মাজহারুলকে আটক তাঁর কার্যালয়ে নিয়ে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিক্ষক মাজহারুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানার করেন। তাৎক্ষণিক তিনি জরিমানা পরিশোধ করায় তাকে মুক্তি দেওয়া হয়।

পিপি/জেআর

টিকা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close