• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

স্বাস্থ্য কমপ্লেক্সে গরু ও হাঁসের খামার

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২২, ১৬:৫৩ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২১:০৮
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর গড়ে উঠেছে গরু ও হাঁসের খামার। খামারের বর্জ্যতে আশপাশের পরিবেশ দূষিত হওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম খান নিজেই এ খামার গড়ে তুলেছেন।

সরকারি স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একজন সরকারি কর্মকর্তা যদি স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরেই গরু ও হাঁসের খামার গড়ে তুলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে তাহলে চিকিৎসা সেবা ব্যাঘাত ঘটবে বলে মনে করেন সচেতনমহল।

গরু ও হাঁসের খামার করার সত্যতা স্বীকার করে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম খান বলেন, আমি স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে আবাসিক এলাকায় খামার করতে পারবো না এটা কোন আইনে নেই। তাই গরু ও হাঁসের খামার করেছি।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, করোনার টিকা নিয়ে ব্যস্ত আছি এখন কথা বলতে পারবো না।


পূর্বপশ্চিম/এএন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,গরু,হাঁসের খামার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close