• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

নাটোর পৌরসভায় নৌকা ও বাগাতিপাড়ায় স্বতন্ত্র প্রার্থী জয়ী

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২২, ২১:৫৯
অনলাইন ডেস্ক

নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উমা চৌধুরী জলি ও বাগাতিপাড়া পৌরসভায় স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী শরিফুল ইসলাম লেলিন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৬ জানুয়ারি) ইভিএম পদ্ধতিতে নির্বাচন শেষে সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহম্মদ আছলাম বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

সম্পর্কিত খবর

    নাটোর পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উমা চৌধুরী জলি (নৌকা মার্কা) পেয়েছেন ২০ হাজার ৫৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (সাবেক মেয়র ও নাটোর পৌর বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি) আলহাজ্ব এমদাদুল হক আল মামুন নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৭৮১ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) সাজেদুল আলম খান চৌধুরী মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৩০৯৬ ভোট।

    ৬৪ হাজার ২৩৪ জন ভোটারের এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

    অপরদিকে দীর্ঘ ১৬ বছর পর বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম লেলিন (বিএনপি স্বতন্ত্র প্রার্থী) জগ মার্কা নিয়ে পেয়েছেন দুই হাজার ২৮৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মায়মুন ইসলাম (আওয়ামী লীগ বিদ্রোহী) নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন দুই হাজার ১৮৮ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিদা খাতুন (নৌকা প্রতীকে) পেয়েছেন এক হাজার ৬৩৭ ভোট।

    এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৫৮৫ জন। এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

    পিপি/জেআর

    নাটোর পৌরসভা নির্বাচন

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close