• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

বাংলাদেশ-ভারত একই মায়ের দুই সন্তান: সহকারী হাই কমিশনার

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২২, ২২:৩৬
অনলাইন ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, বাংলাদেশ এবং ভারত একই মায়ের দুই সন্তান। তাই আমরা পরস্পরের প্রতি সহযোগিতায় বিশ্বাস করি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের যেকোনো উন্নয়নে ভারত সরকার সহযোগিতা অব্যাহত রাখবে।

রোববার (১৬ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর অ্যানেক্স ভবন চত্বরে ভারত সরকারের দেওয়া একটি আইসিইউ অ্যাম্বুলেন্স বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না একথা বলেন।

এসময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অ্যাম্বুলেন্স হস্তান্তরের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন। অনুষ্ঠানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলি আশরাফ ভুইয়া, জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

পিপি/জেআর

বাংলাদেশ ভারত সম্পর্ক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close