• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

সেই নূর হোসেনের ভাই-ভাতিজা কাউন্সিলর

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২২, ১৭:১০ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৮:০৭
নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দুটি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাত খুনের দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি নূর হোসেনের ভাতিজা এবং ছোট ভাই।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে রিটানিং কর্মকর্তা মাহফুজা আক্তার বিজয়ীদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, ‘৩ নম্বর ওয়ার্ডে নূর হোসেনের ভাতিজা মো. শাহজালাল বাদল ছয় হাজার ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী তোফায়েল হোসেন পেয়েছেন এক হাজার ৬০১ ভোট। ৪ নম্বর ওয়ার্ডে নূর হোসেনের ছোটো ভাই মো. নূর উদ্দিন মিয়া তিন হাজার ৭৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী নজরুল তিন হাজার ৫৫ ভোট পেয়েছেন।’

স্থানীয়রা জানান, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহজালাল বাদল তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর উদ্দিন মিয়া প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যার দায়ে অভিযুক্ত হন নূর হোসেন। পরে ওই মামলার রায়ে তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর কনডেম সেলে আছেন।

সম্প্রতি নারায়ণগঞ্জ সিটির নির্বাচনে ভাই-ভাতিজাকে বিজয়ী করতে ভোটার ও নেতাকর্মীদের ফোন দিয়ে চাপ প্রয়োগ করার অভিযোগ উঠে নূর হোসেনের বিরুদ্ধে। জেলে তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের চেয়ে ৬৯ হাজার ১০২ ভোট বেশি পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

পূর্বপশ্চিম/এসকে

নূর হোসেন,নাসিক নির্বাচন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close