• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সোমেশ্বরী নদীতে ফেলোডার উল্টে বালু শ্রমিক নিহত

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০২২, ১২:২৩
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ফেলোডার উল্টে খোকন মিয়া (৩৫) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ত্রিনালী এলাকার নদীর ১নং বালু মহালে এ ঘটনা ঘটে।

নিহত বালু শ্রমিক একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শামছুউদ্দীনের ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে খোকন মিয়া ফেলোডার দিয়ে বালু লোডের কাজ করছিলেন। কাজ করার এক পর্যায়ে বালু মহালের একটি গর্তে ফেলোডারের চাকা পড়ে গাড়িটি উল্টে যায়। সেসময় চালক খোকনও গাড়ির নিচে চাপা পড়েন।

বালুমহালের কর্মরত শ্রমিকরা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার পরিদর্শক মাহবুব আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

নেত্রকোনা,নিহত,শ্রমিক,সোমেশ্বরী নদী,ফেলোডার,বালু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close