• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, মেম্বার প্রার্থী গ্রেপ্তার

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০২২, ২০:০৩
গাইবান্ধা প্রতিনিধি

সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণার অভিযোগে আব্দুর রাজ্জাক (৪০) নামের এক ইউপি সদস্য প্রার্থীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন আব্দুর রাজ্জাক।

গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ফেসবুকে নিজেকে সেনা বাহিনীর ক্যাপ্টেন সাগর পরিচয় এ যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে রাজ্জাক। ওই যুবতীর ভাইকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রায় চার লক্ষ টাকা নিয়ে একটি ভুয়া নিয়োগপত্রও দেন প্রতারক রাজ্জাক। ভুক্তভোগী ভুক্তভোগী এ সংক্রান্ত একটি অভিযোগ করেন। পরে সকালে নির্বাচনী প্রচারণার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

প্রতারক রাজ্জাক সাদুল্যাপুর উপজেলার ধাপের হাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে। ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে তিনি ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে সিলিং ফ্যান মার্কা নিয়ে সদস্য পদে নির্বাচন করছেন।

পূর্বপশ্চিমবিডি/জিএস

চাকরি,মেম্বার প্রার্থী,গ্রেপ্তার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close