• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তহবিল সংকটে বন্ধ মসজিদ

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০২২, ২০:১৯
ফেনী প্রতিনিধি

তহবিল সংকটে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজের মসজিদ বন্ধ করে ইমামকেও অব্যাহতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে কলেজের শিক্ষার্থীসহ জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কলেজ মসজিদে নিয়মিত নামাজ পড়তেন এমন কয়েকজন জানান, মসজিদটি বন্ধ হয়ে যাওয়ায় নামাজ পড়তে সমস্যা হচ্ছে।

কলেজের একাধিক ছাত্র জানান, কলেজের ক্রীড়াসহ নানা কাজ নিয়মিত চলে। বেতনের অভাবে ইমামকে অব্যাহতি দিয়ে মসজিদ বন্ধ করে দেওয়া সমীচীন হয়নি।

জানা যায়, স্বল্প বেতনে কলেজ মসজিদের ইমামের দায়িত্ব পালন করতেন মাওলানা এমদাদ উল্যাহ। ছয় মাসের বেতন বকেয়া রেখেই অধ্যক্ষ তাকে অব্যাহতির চিঠি দেন।

এ বিষয়ে অধ্যক্ষ খলিলুর রহমান জানান, দীর্ঘদিন ধরে কলেজের মসজিদের তহবিল সংকট থাকায় বাধ্য হয়ে মসজিদ বন্ধ করতে হয়েছে এবং ইমামকে অব্যাহতি দিতে হয়েছে। এতে তার কিছুই করার নেই।


পূর্বপশ্চিমবিডি/এএন

ছাগলনাইয়া সরকারি কলেজের,ফেনী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close