• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ১২৩ জনকে জরিমানা

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০২২, ১৯:৫২ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২০:০৭
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারে করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত ১১দফা স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে জেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালত ১২৩ ব্যক্তিকে ৫৪ হাজার ৪৫০টাকার অর্থদণ্ড প্রদান করেন।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। আদালত পরিচালনার পাশাপাশি লোকজনকে সচেতন করা ও মাস্কবিহীন পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান বলেন, ‘সবাইকে সর্তক হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে। আগামী দিনগুলিতে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের অর্থদণ্ড এবং কারাদণ্ড প্রদান করা হবে।’

পূর্বপশ্চিমবিডি/জিএস

মৌলভীবাজার,স্বাস্থ্যবিধি অমান্যে,জরিমানা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close