• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রকাশ:  ২৯ জানুয়ারি ২০২২, ১৪:৫৮ | আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৫:৩২
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শিবালয় উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক জাহিদুল ইসলাম (৩৫), যাত্রী আব্দুর রাজ্জাক (৩৫) ও আব্দুর রহমান (৩৪)। নিহতরা সবাই হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাসিন্দা।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশর ইনচার্জ রিয়াদ হাসান জানান, সকালে বরঙ্গাইল আড়তে পেঁয়াজ বিক্রি করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও আব্দুর রহমান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়ামুখি যাত্রীবাহী বাস কমফোর্ট লাইন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে ঘটনাস্থলেই এর চালক জাহিদুল ইসলাম ও যাত্রী আব্দুর রহমান নিহত হন। এছাড়া আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে আব্দুর রাজ্জাক নামে অপর একজন যাত্রী মারা যান।

তাদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।


পূর্বপশ্চিম/এসকে

মানিকগঞ্জ,সড়ক দুর্ঘটনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close