• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

১৫ দিন পর মৃত্যুুহীন রামেক

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৪
রাজশাহী প্রতিনিধি

টানা ১৫ দিন পর রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো মৃত্যু ঘটেনি। সর্বশেষ গত ১৮ জানুয়ারি হাসপাতালটির করোনা ইউনিটে মৃত্যুহীন দিন কাটে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ গত বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন মারা যান। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬২ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৫ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৭ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন।

বর্তমানে রাজশাহীর ৪৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, পাবনার ৫ জন, কুষ্টিয়ার একজন, ঝিনাইদহের একজন, বগুড়ার একজন এবং মানিকগঞ্জের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।


পূর্বপশ্চিম/এসকে

রাজশাহী,করোনাভাইরাস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close