• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

২০ বছর ছদ্মবেশে থাকা ফাঁসির আসামি গ্রেপ্তার

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:১১ | আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৬
চট্টগ্রাম

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন (৫০) পরিচয় গোপন করে নানা ছদ্মবেশে প্রায় ২০ বছর আত্মগোপনে ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি তার। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নিমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, মাহমুদুল হক ও জানে আলমকে খুনের পর জেলার লোহাগাড়া উপজেলা থেকে পালিয়ে নগরীতে আসেন জসিম। গ্রেফতার এড়াতে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নও করেন। নিজের পরিচয় গোপন করে বোয়ালখালী উপজেলা থেকে এক নারীকে বিয়ে করেন। ভুয়া নামে পরিচয়পত্র তৈরি করে গাড়ি চালানোর লাইসেন্স করেন। তিনি ট্রাক চালনাসহ ছদ্মবেশে নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করতেন।

জানা যায়, ২০০১ সালে চট্টগ্রামের লোহাগাড়ায় মাহমুদুল হক নামে একজন খুন হন। এ ঘটনা ৪ মাস পর ওই মামলার সাক্ষী দিতে যাওয়া নিহতের বড় ভাই ব্যবসায়ী জানে আলমকে আদালত চত্বরে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ দুই মামলারই আসাসি ছিলেন জসিম উদ্দিন। দুই খুনের পর এলাকা ছাড়া হন জসিম উদ্দিন। ২০০৭ সালের ২৪ জুলাই জানে আলম হত্যা মামলায় জসিম উদ্দিনসহ ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরবর্তীতে আপিল বিভাগ জসিমসহ ১০ জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন।

এর আগে ২৭ জানুয়ারি রাতে জানে আলম হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আরেক আসামি সৈয়দ আহমেদকে আটক করেছিল র‍্যাব।

পূর্বপশ্চিম- এনই

চট্টগ্রাম

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close