• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চট্টগ্রামে আরো ৫৭৪ জনের করোনা শনাক্ত

প্রকাশ:  ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:২০
চট্টগ্রাম প্রতিনিধি

করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে চট্টগ্রামে প্রতিদিন আক্রান্ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি।

শনিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৯টি ল্যাবে ২ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষা করে ৫৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে ৪৩৩ জনই নগরীর বাসিন্দা।

বাকি ১৪১ জনের মধ্যে লোহাগাড়ার ৯, সাতকানিয়ার ১১, বাঁশখালীর ৭, আনোয়ারার ৭, চন্দনাইশের ৯, পটিয়ার ৬, বোয়ালখালীর ১১, রাঙ্গুনিয়ার ১০, রাউজানের ১১, হাটহাজারীর ১৬, ফটিকছড়ির ২০, মিরসরাইয়ের ১৩, সীতাকুণ্ডের ৯ ও সন্দ্বীপ উপজেলার ২ জন রয়েছেন।

এর আগে শুক্রবার চট্টগ্রামে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়। ওইদিনও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৯ হাজার ৩৭৮ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। এছাড়া জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।


পূর্বপশ্চিম/এসকে

করোনাভাইরাস,চট্টগ্রাম,ওমিক্রন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close