• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চাঁদের গাড়ির চাপায় প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

প্রকাশ:  ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৭
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির (জিপ) চাকায় চাপা পড়ে প্রাণ হারিয়েছে দুই স্কুলছাত্রী।

বুধবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার পাইন্দং সিঅ্যান্ডবি মাঠের মোড়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থীর নাম মিশু আক্তার ও নিশা মনি। স্থানীয় পাইন্দং উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন তারা। তাদের সঙ্গী আরেক ছাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দিন বলেন, পুলিশের সংকেত না মেনে পালানোর চেষ্টায় ছিলেন ধান বোঝাই চাঁদের গাড়ির চালক, রাস্তা পার হওয়ার সময় সেই গাড়ির চাপায় মৃত্যু হয়েছে দুই স্কুলছাত্রীর। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বেলা ১টার দিকে পাইন্দং সিঅ্যান্ডবি মোড়ে হাইওয়ে পুলিশের কয়েক জন সার্জেন্ট দাঁড়িয়ে ছিলেন। এ সময় ধান নিয়ে রাইস মিলে যাবার পথে একটি চাঁদের গাড়িকে থামার সংকেত দেন সড়কে দায়িত্বরত একজন পুলিশ সার্জেন্ট। কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর পথে তিন স্কুলছাত্রীকে চাপা দেয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘটনাস্থলে থাকা এক ট্রাফিক সার্জেন্টের মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্বপশ্চিম- এনই

চাঁদের গাড়ি,দুর্ঘটনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close