• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শিকলে বাঁধা অবস্থায় আগুনে পুড়ে নারীর মৃত্যু

প্রকাশ:  ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিকলে বাঁধা অবস্থায় আগুনে পুড়ে রুমা আক্তার (৩২) নামে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার কাঁচপুরে সেনপাড়ার এক কলোনীতে অগ্নিকাণ্ডে অর্ধশত ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত রুমা আক্তার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিমবাগড়া এলাকার বাদশা মিয়ার মেয়ে। আগুনে তার মা আহত হয়েছেন।

নিহত রুমা আক্তারের বড় বোন ঝুমা আক্তার জানান, তার মা কাচঁপুরে পোশাক কারখানায় কাজ করতেন। ছোট বোন রুমা আক্তার গত ৬ ফেব্রুয়ারি কাচঁপুরে তাদের ভাড়া বাসায় বেড়াতে আসেন। সে মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। রাত ৩টায় ঘরের চালে আগুন দেখে তারা তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে যান। পরে রুমার কথা মনে হলে তাকে বাঁচাতে গিয়ে তার মা তাসমিয়া বেগম অগ্নিদগ্ধ হন।

আগুনে ওই কলোনীর টিনসেট ঘর ও ভাড়াটিয়াদের মালামাল পুরে যাওয়ায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করছেন বাড়ির মালিক ফজলুল হক ও মোতালিব মিয়া ।

ডেমরা ফায়ার স্টেশনের জেষ্ঠ্য স্টেশন কর্মকর্তা ওসমান গনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।


পূর্বপশ্চিম/এসকে

আগুন,নারী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close