• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দিনাজপুরে বাস খাদে পড়ে প্রাণ গেলো দুই জনের

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩০ | আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১৪
অনলাইন ডেস্ক

দিনাজপুর চিরিরবন্দরের মোহনপুর ব্রিজের পূর্বপার্শ্বে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত হানিফ পরিবহনের গাড়ীর নম্বর ঢাকা মেট্রো ১৪-৭৩৪৫ ।

নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার উথরাইল গ্রামের মজিবুর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫), বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিমুদ্দিনের ছেলে আব্দুল জলিল (৫)। তারা দুইজনই বাস যাত্রী ছিলেন।

আহতদের কয়েকজনকে ফুলবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতলে নেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে দিনাজপুরমুখী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস মোহনপুর ব্রিজের পূর্ব পার্শ্বে গার্ডার ভেঙে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে চালকের ঘুমভাবের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

পূর্ব পশ্চিম/জেআর/এসকে

সড়ক দুর্ঘটনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close