• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

৯৯৯ এ ফোন পেয়ে রাস্তায় পড়ে থাকা নবজাতক উদ্ধার

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৪
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাস্তা থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় কালিবাড়ি খাদ্য গুদামের পাশের একটি রাস্তার ওপর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

সকালে স্থানীয় এক বাসিন্দা দেখেন শিশুটিকে রাস্তায় ফেলে রাখা হয়েছে। ঠান্ডায় শিশুটির শরীর নীল হয়ে গেলেও বেঁচে ছিলো। তখন তিনি 'জাতীয় জরুরি সেবা ৯৯৯' নম্বরে ফোন করে বিষয়টি জানান। এরপর লালমনিরহাট সদর থানার একটি দল ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

লালমনিরহাট সদর থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, তারা একদিন বয়সী (আনুমানিক) নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি মো. শাহা আলম জানান, ক্রিটিকাল কন্ডিশন হওয়ায় বাচ্চাটি সদর হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।


পূর্বপশ্চিম/এসকে

নবজাতক,শিশু,পুলিশ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close