• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দুর্নীতি করলে আমার বিরুদ্ধেও লিখবেন

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০৯
অনলাইন ডেস্ক

'জেলা প্রশাসকের (ডিসি) চেয়ারের জন্য কারও হাত-পা ধরিনি। নিজের যোগ্যতা দিয়ে এবং অনেক পরীক্ষার পরেই জেলা প্রশাসক হয়েছি। তবে চেয়ারের প্রতি আমার কোনো লোভ নেই। যে কোনো সময় চেয়ার ছেড়ে দিতে প্রস্তুত আছি। যদি আমি দুর্নীতি করি, তাহলে আমাকে নিয়েও লিখবেন।’

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক মো. শাহগীর আলম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহগীর আলম বলেন, কোনো জেলা প্রশাসকই নিজেকে জেলার রাজা ভাবার ধারণা পোষণ করেন না। এগুলো আসলে কথার কথা বলা হয়ে থাকে। কেউ কেউ এভাবে বলে জেলা প্রশাসককে খোঁচা দিয়ে মজা পেয়ে থাকেন।

তিনি বলেন, আমি এখানে সরকারি কর্মসূচি বাস্তবায়ন করতে এসেছি। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সহযোগিতা নিয়ে সেটা করে যেতে চাই। দুর্নীতি নিয়ে আমার জিরো টলারেন্স। এটা প্রধানমন্ত্রীরও কথা। আমি দুর্নীতি করলে আমার বিরুদ্ধেও আপনারা লিখবেন।

এ সময় জেলা প্রশাসনের যে এলআর ফান্ড আছে- সেই ফান্ডের টাকা জেলা প্রশাসকের ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার হবে না বলেও জানান শাহগীর আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য দেন।

পূর্ব পশ্চিম/জেআর

দুর্নীতি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close