• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাতক্ষীরায় ডিজিটাল আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৩
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি জহুরুল হকসহ দুজনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পাটকেলঘাটা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী ডিবি পুলিশের উপরিদর্শক (এসআই) আরিফুর রহমান বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অধস্তনদের বিরুদ্ধে বেনামি দরখাস্ত, তালা সার্কেলের সদ্য বিদায়ী সহকারী পুলিশ সুপার হুমায়ন কবীরের বিরুদ্ধে ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য লেখাসহ বিভিন্ন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা করেছি। ওই মামলায় জহুরুল ইসলাম, আবদুর রহমানসহ তিন জনকে আসামি করা হয়েছে।

সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে পুলিশ ও সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য লেখায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, বিকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বপশ্চিম- এনই

সাতক্ষীরা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close