• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অপহরণের দায়ে কালীগঞ্জ যুবদলের আহ্বায়ক কারাগারে

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৬ | আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩০
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক নারীকে অপহরণ মামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রোববার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতে পার্শ্ববতী কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে অভিযুক্ততে গ্রেপ্তার করে পুলিশ।

আটক জাহাঙ্গীর উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম এলাকার রবিউল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, যুবদল নেতা জাহাঙ্গীর আলম গত ১৫ ফেব্রুয়ারি এক নারীকে জোর পুর্বক অপহরণের অভিযোগ এনে ওই নারীর বাবা থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে ধরতে মাঠে নামে পুলিশ। পরে রোববার ভোর রাতে পার্শ্ববতী জেলার রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠুল বলেন, ‘কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার ভোর রাতে অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

পর্বপশ্চিমবিডি/জেএস

লালমনিরহাট,যুবদল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close