• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঠাকুরগাঁওয়ে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা

প্রকাশ:  ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩১ | আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪০
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে হঠাৎ ৮/১০ মিনিটের শিলা বৃষ্টিতে শহরের পথঘাট সাদা বরফে ঢেকে গিয়েছে। শিলা বৃষ্টিতে ঢেকে গেছে শত শত হেক্টর ফসলের জমি। এছাড়াও আম-জামের মুকুল ঝড়ে পড়েছে ও গাছের পাতাঁ ঝরে গিয়েছে। শহরের রাস্তায় মানুষ নেমে বরফের সাথে ছবি তুলছে। আর ফসলসহ আম জামের মুকুলের ক্ষতির আশঙ্কা করছে কৃষক।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার পর থেকে শহরের বিভিন্নস্থানে শিলা বৃষ্টি শুরু হয়। তারসাথে দমকা হাওয়া ও শিলা বৃষ্টিতে গাছপালাসহ আমের মুকুলে ব্যাপক ক্ষতি হয়।

শিলা বৃষ্টির কারণে আমের মুকুল, গম ভুট্টাসহ ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকেরা। শিলা বৃষ্টি ও দমকা হাওয়ার কবলে ব্যহত হয়েছে স্বাভাবিক চলাফেরা। শহরের রাস্তাঘাট বরফে ঢেকে গিয়েছে।

শহরের বাসিন্দা শাহদাৎ হোসেন বলেন, আমি আমার জীবনের ৩৫ বছরে এমন শিলা বৃষ্টি দেখি নাই ঠাকুরগাঁওয়ে। ৮/১০ মিনিটের শিলা বৃষ্টিতে রাস্তাঘাট, বাসার উঠোন সাদা হয়ে যায়। গাছ পালার সকল পাতা শিলা বৃষ্টির আঘাতে ঝড়ে পড়েছে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু হোসেন বলেন, ভারি মাপের শিলা বৃষ্টি হয়েছে শহরে। এমন শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হবে। আমার কর্মীরা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে ক্ষতির পরিমাণ নিরুপণের জন্য।


পূর্বপশ্চিম/এসকে

শিলা বৃষ্টি,ফসল,ক্ষতি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close