• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নর্দমায় পড়েছিল নবজাতকের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন

প্রকাশ:  ০১ মার্চ ২০২২, ১৮:০৮
বরিশাল প্রতিনিধি

বরিশালে হাসপাতালের গেটের পাশের নর্দমা থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের পাশের নর্দমা থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, স্থানীয়রা নবজাতকের মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে আমি মরদেহটি উদ্ধার করি। নবজাতকের মাথায় ও গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে মনে হচ্ছে। তবে তা গুরুতর নয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ অনৈতিক সস্পর্কের জেরে গর্ভে আসা সন্তানকে এভাবে ফেলে রেখে গেছেন।নবজাতকের বয়স এক থেকে দুই দিন। যত ছোট বয়সই হোক না কেনো, কোনো মা-বাবা তার সন্তানের মরদেহ এভাবে ফেলে রেখে যান না। ময়নাতদন্ত রিপোর্ট এলে নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যারা মরদেহ ফেলে গেছেন তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।


পূর্বপশ্চিম/এসকে

নবজাতক, মাথায় আঘাতের চিহ্ন, বরিশাল,নবজাতক, মাথায় আঘাতের চিহ্ন, বরিশাল,নবজাতক,মাথায় আঘাতের চিহ্ন,বরিশাল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close