• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

প্রকাশ:  ০৪ মার্চ ২০২২, ১৯:৫৪ | আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৯:৫৭
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দিঘীরপাড় এলাকার ডিভাইন ফেব্রিক্স নামের একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

ফায়ার সার্ভিসের ওয়ারিং কর্মকর্তা মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণের জন্য কালিয়াকৈর সাভার ও টাঙ্গাইলের মির্জাপুরের ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট একযোগে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা অব্যাহত রয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪ টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সাভার, মির্জাপুর ও ডিবিএলসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শুক্রবার কারখানায় কোন কোন সেকশন চালু ছিল, কতজন কারখানায় কাজ করছিল এসব বিষয়ে জানতে ওই কারখানার কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে কাউকে পাওয়া যায়নি।

পূর্বপশ্চিম- এনই

পোশাক কারখানায় আগুন,অগ্নিকাণ্ড

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close