• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভারতে পাচারের সময় সয়াবিন তেলসহ গ্রেফতার ২

প্রকাশ:  ০৭ মার্চ ২০২২, ১০:৫২
ফেনী প্রতিনিধি

ভারতে পাচারের উদ্দেশে নেওয়ার সময় সরকারি অনুমোদনহীন ৮৫৬৮ লিটার সয়াবিন তেলসহ ফেনীতে একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়।

রবিবার (৬ মার্চ) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকা থেকে সয়াবিন তেলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ি জেলার দৌলতপুর এলাকার মৃত হাসি মিয়ার ছেলে মো. শাহজাহান (৪১) ও কক্সবাজার জেলার উখিয়া থানার সিকদার বিল এলাকার হাজী নুর আহম্মদ এর ছেলে মো. ইসমাইল (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক রাস্তার মোড়ে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান থেকে বিএসটিআইয়ের অনুমোদনহীন ৮ হাজার ৫৬৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা চালক শাহ জাহান ও হেলপার ইসমাইলকে গ্রেফতার করা হয়।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, জব্দকৃত তেলের বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৫৪ হাজার টাকা। গাড়ির চালক-হেলপার থেকে পাওয়া ভুয়া চালানের কপি দেখে তেলগুলো ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

-পূর্বপশ্চিম/এএম/এনএন

সয়াবিন,ভারত,ফেনী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close