• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে মুসল্লির মোবাইল ছিনতাই, অতঃপর...

প্রকাশ:  ১৯ মার্চ ২০২২, ১১:০৯
সাভার প্রতিনিধি

সাভারে শবেবরাতের নামাজ শেষে ডিবি পুলিশ পরিচয়ে মুসল্লির মোবাইল ছিনতাইয়ের সময় মিজান (৪০) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় আরও এক ছিনতাইকারী পালিয়ে যায়।

শুক্রবার (১৮মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে সাভারের মজিদপুর এলাকায় তাকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে মুসল্লিরা।

আটক ছিনতাইকারী মিজান কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার জয়নাল আবেদীনের ছেলে। তিনি গত চার দিন আগে কুষ্টিয়া থেকে সাভারে এসেছেন। প্রাথমিকভাবে পালিয়ে যাওয়া ছিনতাইকারীর পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের মজিদপুর এলাকায় নামাজ শেষে বাসায় ফেরার সময় ডিবি পুলিশ পরিচয়ে মুসল্লির গতিরোধ করে ছিনতাইকারীরা। এ সময় তাদের মধ্যে একজন মুসল্লির মোবাইল নিয়ে পালিয়ে গেলে অন্যান্য মুসল্লির হাতে আটক হন মিজান। এ সময় তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয়নি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিজানকে আটক করা করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

পূর্বপশ্চিম/এমএইচ/এনএন

পুলিশ,সাভার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close