• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ধর্ষণের দায়ে পুলিশের এসআই কারাগারে

প্রকাশ:  ২০ মার্চ ২০২২, ১৮:৫৯
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক বিধবা নারীর দায়ের করা ধর্ষণ মামলায় আব্দুল জলিল (৪৫) নামের এক পুলিশের উপ-পরিদর্শককে (এসআই) কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২০ মার্চ) পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন।

এসআই আব্দুল জলিল কুড়িগ্রাম সদর থানায় কর্মরত ছিলেন।

মামলার বরাতে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আজিজার রহমান আজু জানান, ২০২০ সালের ৩০ এপ্রিল জমি সংক্রান্ত বিষয় নিয়ে পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এক নারী। সেই ডায়েরির তদন্ত করতে গিয়ে তৎকালীন পঞ্চগড় সদর থানার এসআই আব্দুল জলিল বিধবা ওই নারীর সঙ্গে ‘প্রেমের সম্পর্ক’ গড়ে তোলেন। এরপর তিনি বিয়ের ভুয়া কাবিননামা দেখিয়ে ওই নারীর সঙ্গে স্বামী-স্ত্রীর মতো জীবনযাপন করেন।

তিনি জানান, এক পর্যায়ে কাবিননামা চাইলে জলিল বিয়ের কথা অস্বীকার করেন। তখন ওই নারী ২০২০ সালের ৬ অক্টোবর পঞ্চগড় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

পিপি আজিজার রহমান বলেন, আদালত মামলাটি তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন। চলতি বছরের ২০ জানুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর ২৩ জানুয়ারি আদালত মামলাটি আমলে নিয়ে ওই এসআই জলিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর এসআই জলিল উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। কয়েকদিন আগে ওই জামিনের মেয়াদ শেষ হয়। রোববার তিনি পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়।

এ বিষয়ে জানতে চাই কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মাদ শাহরিয়ার বলেন, “এসআই জলিল ছুটিতে আছেন। তার মামলা মোকদ্দমার বিষয়ে আমি কিছু জানি না।

পূর্বপশ্চিম এনই

পঞ্চগড়,ধর্ষণ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close