• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

হরিণের মাংসসহ শিকারি আটক

প্রকাশ:  ৩১ মার্চ ২০২২, ১৪:২০ | আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৪:২৬
খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় হরিণের মাংসসহ জুবায়ের হোসেন (৩০) নামে এক চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ।

বুধবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার মঠেরপাড় (নলবুনিয়া) বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জুবায়ের হোসেন উপজেলার কপিলমুনির নাসিরপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বন রক্ষীরা মঠেরপাড় (নলবুনিয়া) বটতলায় এলাকায় চেকপোস্ট বসায়।

এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৪ কেজি হরিণের মাংস পাওয়া যায়। বন রক্ষীরা হরিণের মাংস বহনের দায়ে মোটরসাইকেল চালককে আটক করে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যায়।

তিনি আরো জানান, জুবায়ের পেশাদার হরিণ শিকারি এবং মাংস বিক্রেতা। এ ঘটনায় বন্য প্রাণী নিধন আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ বুধবার বিকেলে জুবায়েরকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এনজে

আটক,বন বিভাগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close