• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বরগুনায় শিশুকে পিটিয়ে আহত করার অভিযোগ

প্রকাশ:  ৩১ মার্চ ২০২২, ১৬:২৩ | আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৬:৩৪
বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় নয়ন (৯) নামে এক শিশুকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে।

বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপদোন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নয়ন দক্ষিণ কুপদোন এলাকার মৎস্য শ্রমিক মো. নুর আলমের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

অভিযুক্ত দুলাল মাঝি একই এলাকার আহম্মেদ মাঝির ছেলে। তিনি পেশায় ক্যাবল টিভি (ডিস) ব্যবসায়ী।

নয়নের দাদা আব্দুস ছত্তার জানান, নয়ন বিকেলে মাঠে খেলতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে দুলাল বৈদ্যুতিক খুঁটিতে উঠে ডিসের সংযোগ তার লাগিয়ে দিতে বলে। উঠতে রাজি না হওয়ায় দুলাল তাকে রড দিয়ে পেটায় এবং ডিসের তার দিয়ে চোখে-মুখে আঘাত করে। আমরা এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে ডিস ব্যবসায়ী দুলাল বলেন, নয়ন সম্পর্কে আমার নাতি হয়। ডাকলে না আসায় রড দিয়ে ধাওয়া করি। তাতে উল্টে পরে গিয়ে ব্যথা পেয়েছে, আর কিছু না।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন বলেন, খুঁটিতে উঠতে রাজি না হওয়ায় শিশু নয়নকে রড দিয়ে পিটিয়ে আহত করেছেন ডিস ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছি।

কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম নাছির বলেন, ঘটনাটি শুনে আমি আইনি সহযোগিতা নেয়ার জন্য শিশুর অভিভাবককে বলেছি।

পাথরঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বপশ্চিমবিডি/আরএইচএস/এনজে

আহত,আইনি ব্যবস্থা,অভিযোগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close