• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শুক্রবার ২৬ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে নারায়ণগঞ্জে

প্রকাশ:  ৩১ মার্চ ২০২২, ২০:৩৬
অনলাইন ডেস্ক

গ্যাস পাইপলাইন মেরামতের জন্য আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে পরদিন শনিবার সকাল ১০টা পর্যন্ত মোট ২৬ ঘণ্টা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিতাস আওতাধীন গ্যাস পাইপলাইন মেরামতের জন্য নারায়ণগঞ্জ শহরের অধিকাংশ এলাকা থেকে শুরু করে জেলার বেশির ভাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস বন্ধ থাকা এলাকাগুলো হচ্ছে- জেলার হাজীগঞ্জ, গোদনাইল, ওয়াবদা পুল, ফতুল্লা পঞ্চবটি, মাইজদাইর, চাষাড়া, কুতুবাইল, ধর্মগঞ্জ তক্কার মাঠ, পাগলা, কুতুবপুর ইউনিয়নে গ্যাস থাকবে না। এ ছাড়া ঢাকা ম্যাচ, মুক্তারপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, ধর্মগঞ্জ, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

নারায়ণগঞ্জ,গ্যাস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close