• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

প্রকাশ:  ০২ এপ্রিল ২০২২, ১৪:৪৪ | আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৪:৫৪
ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর এলাকার ফেনী-পরশুরাম সড়কের বন্দুয়া দৌলতপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শাহারিয়ার বাপ্পি (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।

শাহারিয়ার বাপ্পি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মো. শাহাজাহান মিয়ার ছেলে এবং ফেনী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত কলেজছাত্র শাহরিয়ার বাপ্পি শুক্রবার বিকেলে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়া থেকে ফেনীর পরশুরাম উপজেলায় তাঁর বোনের বাড়িতে বেড়াতে যায়। রাতে বোনের বাড়িতেই ছিল। শনিবার সকালে বোনের বাড়িতে নাস্তা করে আবার মোটরসাইকেলযোগে ফেনীর দিকে রওয়ানা হয়। পথিমধ্যে ফেনী-পরশুরাম সড়কের বন্দুয়া দৌলতপুর এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী ট্রাকের সাথে সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূইয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই কলেজছাত্র হাসপাতালে পৌঁছার আগেই পথিমধ্যে মারা গেছে। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মঈন উদ্দীন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্বপশ্চিম/এএম/এনএন

কলেজছাত্র,ফেনী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close