• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আবারো আগুন

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০২২, ২২:০৬
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় বালুখালীর ১৭ নম্বর রোহিঙ্গা শিবিরের আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ এপ্রিল) দুপুরে বালুখালী ক্যাম্পের ইরানী পাহাড়ের কাছে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোথা থেকে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, বেলা আড়াইটার দিকে বালুখালী ক্যাম্পের ইরানী পাহাড়ের কাছে আগুনের ফুলকি দেখে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগে আগুনে তিনটি রোহিঙ্গা বসতি ও ব্র্যাকের একটি লার্নিং সেন্টার পুড়ে যায়।

দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনলে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যেতো। আগুনের সূত্রপাত কোথা থেকে, তা জানার চেষ্টা চলছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কক্সবাজার,উখিয়া,রোহিঙ্গা শিবির,আগুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close