• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ম্যাজিস্ট্রেট দেখে দোকান ছেড়ে পালালেন ব্যবসায়ীরা

প্রকাশ:  ০৫ এপ্রিল ২০২২, ২১:৫৫
অনলাইন ডেস্ক

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মেরুন ইউনিয়নের ছোট মেরুংবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ম্যাজিস্ট্রেট দেখে দোকান ছেড়ে পালিয়ে যায় দোকানিরা।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।

এ সময় ম্যাজিস্ট্রেট দেখে অনেক দোকানদার দোকান বন্ধ করেন। এইদিকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী রাখায় তিনটি মামলায় ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ফাহমিদা মুস্তফা বলেন, পবিত্র রমজান মাস ও বৈসাবি উৎসব উপলক্ষে মেরুং বাজার মনিটরিং চলছে। ম্যাজিস্ট্রেট দেখে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা পালিয়ে গেছে। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী রেখে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য সম্পাদনের আইনে তিনটি দোকান থেকে ১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ব পশ্চিম/জেআর

ম্যাজিস্ট্রেট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close