• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের জোরালো পদক্ষেপ নেই: ডা. শাহাদাত

প্রকাশ:  ০৫ এপ্রিল ২০২২, ২৩:০১
চট্টগ্রাম প্রতিনিধি

জনগণের কথা চিন্তা করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের কোনো জোরালো পদক্ষেপ নেই। যার ফলে প্রতিটি ক্ষেত্রে আজ চরম দুর্নীতি আর দুর্নীতি। এছাড়াও পরিবহন সেক্টরে চাঁদাবাজির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে এতিমখানায় খাবার বিতরণ করে তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারণে আজ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছে। সরকার জোরালো কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। যেমন খুশি তেমন ভাবেই ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সমাজের হতদরিদ্র, শ্রমিক, দিনমজুর মানুষ আজ খুব অসহায়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চট্টগ্রাম,ডা. শাহাদাত হোসেন,বিএনপি,দুর্নীতিবাজ,সরকার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close