• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশ:  ০৬ এপ্রিল ২০২২, ১৫:২৯
ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল উদ্দীন চৌধুরী হত্যা মামলায় জমা হওয়া চার্জশীট বাতিল করে পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলাটি পুনঃতদন্ত করবে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান এর আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পরিদর্শক রোমেল বড়ুয়া মামলাটির দীর্ঘ তদন্ত শেষে গত ২২ জানুয়ারি ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন।

অভিযুক্তরা হলেন- পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম, তার ভাই ছায়েদুল হক পারভেজ, একই এলাকার আজিজুল হক রাসেল, হাসানগনিপুর গ্রামের মুজাহিদুল ইসলাম, তানজীম হোসেন শামীম, আশ্রাফপুর গ্রামের জাহিদ হাসান হিরা, জায়লস্কর ইউনিয়নের মাছিমপুর গ্রামের আমির হোসেন বাহাদুর, দক্ষিন করিমপুর এলাকার মনির আহম্মদ, আজিজুল হক স্বপন, বেতুয়া এলাকার দিদারুল ইসলাম, আজিজ ফাজিলপুর এলাকার একরাম উরাহ, রামনগর ইউনিয়নের সেকান্দরপুর এলাকার আইয়ুব আলী আজাদ, ফেনী সদরের পশ্চিম বিজয়সিংহ এলাকার আবদুল মোতালেব রাজু, নোয়াখালীর সেনবাগ পৌরসভার দক্ষিন অর্জুনতলা এলাকার দিদারুল আলম।

গত ৩ ফেব্রুয়ারি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর নিহতের বোন শাহীনুর আক্তার জেসমিন গত বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চার্জশীটের বিরুদ্ধে নারাজি দিয়েছেন।

শাহীনূর আক্তার জেসমিন জানান, এ মামলায় গ্রেপ্তার আসামি জাহিদ হোসেন হীরা ১৬৪ ধারায় জবানবন্দিতে দেয়া তথ্যে রবিনের নাম বললেও অভিযোগপত্রে অন্তর্ভূক্ত করেনি। এ মামলায় আরও জড়িতদের নাম বারবার বলা হলেও তাদের সিআইডি বাদ দেয়। এছাড়া তিনি ও তার মা-বাবা, ভাবির জবানবন্দি উপস্থাপন করলেও সেটি সিআইডির মনগড়া।

এর আগে ২০২০ সালের ৬ জুন পিবিআইয়ের উপ-পুলিশ পরিদর্শক হায়দার আলী আকন মামলাটির দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০ জুলাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অভিযোগপত্র গ্রহণ করেন। এর প্রেক্ষিতে কয়েকজন আসামির নাম বাদ দেওয়ায় চলতি বছরের গত ৬ জানুয়ারি বাদী পক্ষ আদালতে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেয়। ১৮ জানুয়ারি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্যাহ খানের আদালত সেটি গ্রহণ করে পুনঃতদন্তের জন্য সিআইডিকে আদেশ দিয়েছিলেন।

মামলার নথিপত্র থেকে জানা গেছে, ২০১৮ সালের ২০ জানুয়ারি ফেনী নোয়াখালী সড়কের মাতুভূঞা ব্রীজের পাশের জমি থেকে পৌরসভার আজিজ ফাজিলপুর গ্রামের বাসিন্দা ফখরুল উদ্দিন চৌধুরীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই নিজাম উদ্দিন চৌধুরী বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন।

পূর্বপশ্চিমবিডি/এএএম/জেএস

ফেনী,দাগনভূঞা,স্বেচ্ছাসেবক লীগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close