• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কুমিল্লায় ইটবোঝাই ট্রাক্টর উল্টে খালে, প্রাণ গেলো ৩ শ্রমিকের

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০২২, ১১:৪৭ | আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১১:৫৫
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ট্রাক্টর উল্টে পানিতে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বল্লববাড়িয়া এলাকার মো. বাবুল মিয়া (২২), মো. হাসান(২৩), মো. টুটুল (২২)।

জানা গেছে, উপজেলার বাখরনগর থেক রোয়াচালা এলাকায় যাচ্ছিল ট্রাক্টরটি। পথে মোচাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এসময় ট্রাক্টর চালক ও তার সাথে থাকা দুইজন শ্রমিক ট্রাক্টরের নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে তাদের মৃত উদ্ধার করে। তারা রোয়াচালা এলাকার একটি ভাটায় ইট আনার জন্য যাচ্ছিল।

মুরাদনগর থানার ওসি আবুল হাশেম বলেন, তারা যে রাস্তা দিয়ে আসছিল ওই রাস্তাটা ভাঙা ছিল। তাই ট্রাক্টরটি উল্টে খালের পানিতে পড়ে যায়। তারা ট্রাক্টরের নিচে আটকে মারা যায়। স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। তাদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করার ব্যবস্থা করা হচ্ছে।

পূর্বপশ্চিমবিডি/জেএস

কুমিল্লা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close