• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

খুলনায় চুরির পর শিক্ষকের ঘরে আগুন!

প্রকাশ:  ১২ এপ্রিল ২০২২, ১৫:২৯ | আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৫:৪৮
খুলনা প্রতিনিধি

খুলনার ইসলামপুরে তরুণ কান্তি সানা নামে এক কলেজশিক্ষকের বাড়িতে চুরির পর আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১১ এপ্রিল) রাতে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির পর সংঘবদ্ধ চোরেরা ঘরটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, নগরীর ইসলামপুর ক্রস রোডের মরহুম বাসার সাহেবের বাড়িতে ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের শিক্ষক তরুণ কান্তি দীর্ঘদিন ধরেই বসবাস করে আসছেন। একসপ্তাহ আগে তার পরিবারের সদস্যরা বেড়াতে যান। আর এ সুযোগে বারান্দা ও ঘরের জানালার গ্রীল কেটে চোরচক্রের সদস্যরা আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় আলমারিতে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় পাশের বাড়ির লোকজন আগুন দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হয়।

এ ব্যাপারে শিক্ষক তরুন কান্তি সানা বলেন, পরিবারের সদস্যরা বাড়ি না থাকায় তিনি বাইরে ঘুরতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। ঘরে ঢুকে তিনি আলমারি ভাঙ্গা দেখতে পান। চোরেরা নগদ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গিয়েছে বলেও জানান তিনি।

ওই বাড়ির দ্বিতীয় তলার বাসিন্দা আশিষ পাল জানান, রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ পোড়া গন্ধ পেয়ে নিচে নেমে এসে দেখেন ঘরে কেউ নেই। আগুন লেগে ঘরের সব পুড়ে যাচ্ছে। ঘরের দরজায় তালা দেওয়া। কিন্ত বারান্দা ও ঘরের জানালার গ্রীল ভাঙ্গা দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভায়।

এ ঘটনায় প্রশাসনের কাছে চোর চক্রটিকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষক এবং এলাকাবাসী।

পূর্বপশ্চিমবিডি/এসএনএস/এনজে

আগুন,অভিযোগ,চুরি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close