• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মাদারীপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৬

প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২২, ১৬:৩৬ | আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৬:৫১
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনীতে পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত ৬ আসামিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৮ এর সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব ৮ এর বরিশাল অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. জামিল হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো রাসেল বেপারী (২৮), মহিউদ্দিন ওরফে লাট্টু বেপারী (৫২), নয়ন বেপারী (২২), ওসমান বেপারী (২২), সবুজ বেপারী (৩০), শাকিল বেপারী (১৮)। তারা কালকিনি উপজেলার মধ্যেরচক এলাকার বাসিন্দা।

র‌্যাব অধিনায়ক মো. জামিল হাসান জানান, গত ১০ এপ্রিল কালকিনী থানার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেরচর এলাকায় আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাট্টু বেপারীকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে নামে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস। এ সময় আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে।

এ ঘটনায় কালকিনী থানায় একটি মামলা হলে আসামিদের ধরতে মাঠে নামে র‌্যাব। বুধবার ঢাকা জেলার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার কালকিনীর ভুরঘাটা থেকে একই মামলার আরো ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় রিভলবার, ১টি দেশীয় পাইপ গান, ১টি দেশীয় পিস্তল, ১টি মাগ্যাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড পাইপ গানের কার্তুজ, ৪টি মোবাইল, ৫ টি সীমকার্ড এবং নগদ ৮ হাজার ১শ ৪৪ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব অধিনায়ক আরো জানান, আসামিদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক, ফোজদারী ও সরকারি কাজে বাধা প্রদান সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এমএইচএস/এনজে

আসামি,গ্রেপ্তার,হামলা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close