• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

নারায়ণগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ: দগ্ধ আরেকজনের মৃত্যু

প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২২, ২২:০৪
অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গোলাকাইন্দা এলাকায় লিলি কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে দগ্ধ রিপন (২৪) মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আই সি ইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে দগ্ধ রিপন বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল।

উল্লেখ্য, গত মার্চ মাসের ৩০ তারিখে নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছিলেন। এদের মধ্যে মুজাহিদ, আকালু, সজীব, রোকন ও বায়েজিদ মারা যান।

পূর্ব পশ্চিম/জেআর

দগ্ধ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close