• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চোরাই মোবাইল ফোনসহ আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০২২, ০০:২৪
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

ভারত থেকে চোরাই পথে আনা ১০০টি মোবাইল সেটসহ সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ছেলে জাফর সাদেক জয় আলীকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় আক্তার হোসেন (২২) ও লিমন মিয়া (২৮) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তাদের সিলেট সদর উপজেলার পীরের বাজার থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে শাহপরান থানার এসআই উত্তম রায় চৌধুরী বাদী হয়ে জয়সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার ও একজনকে পলাতক দেখানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সিলেট-তামাবিল সড়কের পীরের বাজার এলাকায় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। ওই প্রাইভেট কারটি চালাচ্ছিলেন লিমন মিয়া। গাড়িতে করে জয় ও আক্তারকে নিয়ে তিনি সিলেট নগরীর দিকে যাচ্ছিলেন। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ভারতীয় বিভিন্ন কোম্পানির ১০০টি মোবাইল সেট দেখতে পায়। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৫১ হাজার টাকা। মোবাইল সেটগুলো আমদানির কোনো কাগজপত্র দেখাতে না পারায় তখন পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, এই মোবাইল ফোন সেটগুলো ভারত থেকে অবৈধপথে আনা হয়েছে। সিলেট নগরের করিম উল্লাহ মার্কেটের শিপলু নামের এক ব্যবসায়ীকে ফোন সেটগুলো দেওয়ার কথা ছিল।

আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী তার ছেলে জয়কে চোরাচালানে সহযোগিতা করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ব পশ্চিম/জেআর

চোরাই মোবাইল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close